সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাসনে অত্যাধুনিক মানের দ্বীনি প্রতিষ্ঠানের উদ্বোধন
চরফ্যাসনে অত্যাধুনিক মানের দ্বীনি প্রতিষ্ঠানের উদ্বোধন
আমিনুল ইসলাম, চরফ্যাসন।।
আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভ এবং দুনিয়া আখেরাতের কামিয়াবী অর্জনের লক্ষ্যে ভোলার চরফ্যাসনে অত্যাধুনিক মানের ‘মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়া’র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাঞ্জুর বিন মোস্তফা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পৌর শহরের সদর রোড, রতন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত এই দ্বীনি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হোসেন, কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনির। এছাড়া বিভিন্ন পেশার মানুষসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, মনোরম পরিবেশে ‘মাদরাসাতুল হিদায়া আল ইসলামীয়া’য় এখন নাজেরা ও হিফ্জ বিভাগ চালু করা হয়েছে। দক্ষ ও মেধাবী ৫ জন শিক্ষকের মাধ্যমে ধারাবাহিক ক্লাস পরিচালিত হবে। এখানে আবাসিক ও অনাবাসিক সুবিধাসহ ভর্তি চলছে। খুব শিগ্রই অন্যান্য বিভাগ চালু করা হবে বলেও জানান পরিচালক মো সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে হাফেজ মো. শামসুদ্দিনের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।