শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকুল » জননেতা আব্দুস সহিদ মালতিয়ার মৃত্যুবার্ষিকী আজ
জননেতা আব্দুস সহিদ মালতিয়ার মৃত্যুবার্ষিকী আজ
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুস সহিদ মালতিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৩ ডিসেম্বর)।
১৯৯৪ সালের এই দিনে ঢাকার রাশমনো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
১৯৫৫ সালের ২ এপ্রিল ভোলা জেলার চরফ্যাশনে আমিরুজ্জামান মালতিয়া ও নুরজাহান বেগমের কোলজুড়ে মালতিয়া পরিবারে জননেতা আব্দুস সহিদ মালতিয়া জন্মগ্রহণ করেন।
আব্দুস সহিদ মালতিয়া তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন পুরো উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে। তিনি কৈশোর-যৌবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন।
মরহুম আব্দুস সহিদ মালতিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চর মাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, ১৯৮৯ সালে চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, (স্বেচ্ছায় অব্যাহতির পর) ১৯৮৯ সালে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন। ততকালীন সময়ে উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম আব্দুস সহিদ মালতিয়া।
মৃত্যুর প্রায় তিন যুগ অতিবাহিত হলেও মানুষের মুখে মুখে তার প্রশংসা এখনো বিদ্যমান।