মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাসন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
চরফ্যাসন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
আমিনুল ইসলাম, চরফ্যাসন।।
সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাসন প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য গঠিত কমিটিতে ‘চরফ্যাসন নিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবুল হাসেম মহাজন সভাপতি এবং দৈনিক বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্নাঙ্গ কার্যনির্বাহি কমিটি প্রকাশ করেন আহ্বায়ক কয়ছর আহাম্মদ দুলাল।
কার্যনির্বাহি কমিটির সহ-সভাপতি যথাক্রমে এম আবু সিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন), ইয়াছিন আরাফাত (সময়ের খবর), কামাল হোসেন মিয়াজি (দিনকাল), আমির হোসেন (যুগান্তর), আবুল খায়ের নাজু ( আমাদের কন্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল মোল্লা (সংবাদ), নোমান সিকদার (সমকাল), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান (নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক সজিব শাহরিয়ার (স্বদেশ প্রতিদিন), বার্তা সম্পাদক মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক), ক্রিড়া সম্পাদক মাহাবুবুর রহমান (জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী অশোক সাহা (খবর পত্র), দপ্তর সম্পাদক নুরুল্লা ভুঁইয়া (আমার সংবাদ), ধর্মবিষয়ক সম্পাদক মাও: মো. রুহুল আমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ মিয়া, কোষাধ্যক্ষ নেসার নয়ন (উপকূল), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম (যায়যায়দিন)।
নির্বাহি সদস্য যথাক্রমে কয়ছর আহাম্মদ দুলাল, বাদল কৃঞ্চ দেবনাথ, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মনির উদ্দিন চাষি, জিল্লুর রহমান তুহিন (দেশ রুপান্তর)।
উল্লেখ্য গত ৬ ডিসেম্বর হোটেল মারুফ ইন্টারন্যাশনাল হলরুমে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি কয়ছর আহাম্মদ দুলালকে আহবায়ক করে সদস্য বাদল কৃঞ্চ দেবনাথ ও জামাল উদ্দিন মহাজনকে পূর্নাঙ্গ কমিটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এরই প্রেক্ষিতে চরফ্যাশন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কার্যনির্বাহি কমিটি গঠন ও প্রকাশ করা হয়েছে।