শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জনকে আহত হয়েছে। হামলায় আহত আমির হোসেনকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ। শনিবার (১১ নভেম্বর ২০২৩) দুপুরে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই এলাকার মো. কাশেম ফরাজির ছেলে সেনাবাহিনীতে কর্মরত মো. আলাউদ্দিন ও বিডিআর এ কর্মরত মো. মফিজসহ প্রায় ৮ থেকে ১০ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমির হোসেন গংদের ৬ জনকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত আমির হোসেন মিয়া চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী রতন ফরাজি বলেন, আমরা পৈতৃক ও ক্রয় সুত্রে ৫ একর জমির মালিক। ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন যাবত আলাউদ্দিন গং আমাদের এই জমির মালিকানা দাবি করছেন। জমি দখলে নিতে তারা ইতিপূর্বে আমাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ৫ টি মামলা করেন যার প্রতিটি মামলায় আমাদের পক্ষে রায় এসেছে। আদালতের রায় অমান্য করে আলাউদ্দিন গংরা জোরপূর্বক আমাদের জমির গাছ কেটে নিতে চাইলে আমরা বাধা দেই। পরে অতর্কিতভাবে কুপিয়ে আমাদের ৬ জনকে আহত করে। তিনি তদন্ত সাপেক্ষে এই সন্ত্রাসী হামলার সঠিক বিচার দাবি করেছেন।
অভিযোগ সম্পর্কে আলাউদ্দিন বলেন, আমাদের জমির উপরে থাকা গাছ কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। পরে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে তারাই আমাদের উপর হামলা করেন।
উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মফিজ কোম্পানি বলেন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও তার পরিবারের উপর এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি।