শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে পুলিশের হাতে চার জুয়ারি আটক, কোর্টে চালান
তজুমদ্দিনে পুলিশের হাতে চার জুয়ারি আটক, কোর্টে চালান
তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিনে পুলিশের অভিযানে চার জুয়ারী আটক করা হয়েছে। আটক চারজনকে ১০ নভেম্বর মাদক মামলায় কোর্টে চালান দেয়া হয়েছে।
থানা সুত্রে জানা যায়, এসআই মো: রাশেদুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সদের নিয়ে ১০ নভেম্বর গাভীর রাতে চাচড়া ইউনিয়নে নিয়মিত ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪ টায় ৬নং ওয়ার্ডস্থ সুলতান চৌকিদারের বাড়ির পুকুরপাড়ে অভিযান চালায়। এসময় কয়কজন মিলে সেখানে জুয়া খেলছিলো। সেখান থেকে চার জনকে নগদ টাকা ও তাসসহ আটক করা হয়। আটককৃতরা হলো চাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত নাছির আহমেদের ছেলে মো: লোকমান (২৫), আব্দুল ওদুদের ছেলে মো: আক্তার হোসেন (২২), কামালের ছেলে মো: শাকিল (১৯) ও বাগন আলীর ছেলে মো: মমিন। গ্রেফতারকৃত আসামীদের জুয়া আইনে ১০ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, ওয়ারেন্ট তামিলের জন্য নিয়মিত অভিযান চলাকালে জুয়া খেলার সময় তাদের আটক হয়। এই অভিযান নিয়মিত চলছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই।