শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চরফ্যাশনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু, পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, ইউসিসিএ লি: এর সভাপতি এম.আর মাকসুদুর রহমান। এছাড়া সমবায় অফিসের সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম ও পীযূষ কান্তি দাসসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানা স্বীকৃতি প্রদান করেন। তিনি বলেন, সমবায় শেখায় একতা, সমবায় আনে সমৃদ্ধি। গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন তথা আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা চারটি ভিত্তি নির্ধারণ করেছি-স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। সমবায়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন করে স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ তথা অর্থনীতিকে স্মার্ট করে গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।