রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে হরতালের প্রভাব নেই, নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
তজুমদ্দিনে হরতালের প্রভাব নেই, নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার।।
ভোলার তজুমদ্দিনে বিএনপি’র ডাকা হরতালের কোন প্রভাব নেই। এ উপলক্ষে উপজেলা বিএনপির কোন কর্মসূচিও দেখা যায়নি। তাই প্রতিদিনের মতো মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক।
সুত্রে জানা গেছে, এই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত বিএনপি বহুদিন যাবত প্রকাশ্যে কোন কর্মসূচি পালন করছে না। যারফলে জেলা কিংবা রাজধানীতে দলীয় কর্মসুচীতে যোগ দিচ্ছেন এই উপজেলার বিএনপি নেতা-কর্মিরা।
বিএনপি দলের বিশ্বস্ত সুত্র জানায়, ২৮ অক্টোবর মহাসমাবেশে যোগ দিতে গিয়ে স্থানীয় বিএনপি’র অনেক নেতা কর্মি ঢাকায় রয়েছেন। সমাবেশে গিয়ে বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তাছাড়া দীর্ঘদিন সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব দন্ধে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে দলের কর্মিরা। মেজর (অব:) হাফিজ কখনোই দলের সাংগঠনিক কর্মসূচি নিয়ে কোন খোজ খবর রাখেন না। এসব কারনে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচিতে স্থানীয় কর্মিরা মাঠে নেই। তারা জেলা কিংবা ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন বলেও দাবী করেন ওই নেতা।
অন্যদিকে, বিএনপি-জামাতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে আওয়ামী লীগের নেতা কর্মিরা শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।
রবিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ভিডিও কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহ সভাপতি সেলিম তালুকদার, আবু তাহের মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন, যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশু, রাসেল চেয়ারম্যান, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হলিম টুটুল, সম্পাদক আবুল হাসেম মহাজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক হাসান, সম্পাদক মিজান পোদ্দার, কৃষক লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা সদর রোড প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে সমাবেশের মাধ্যমে শেষ হয়।