শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেসীনের পক্ষ থেকে চেক বিতরণ
চরফ্যাশনে জমিয়াতুল মোদার্রেসীনের পক্ষ থেকে চেক বিতরণ
মাহাবুবুর রহমান, চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে ডাকবাংলো হলরুমে অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ৫ লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়াতুল মোদার্রেসীনের সভাপতি নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান প্রমূখ।