বুধবার ● ১১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি » মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
এম, নুরুন্নবী ।।
তজুমদ্দিন উপজেলাসহ ভোলার মেঘনা নদীতে ইলিশের প্রজনন মৌসুমের কারনে মা ইলিশ রক্ষার্থে আগামী ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বুধবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা থাকায় বন্ধ হচ্ছে ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার এই সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
সুত্র জানায়, প্রতি বছরের মতো এবার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এই সময়ে ইলিশ পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় করা যাবে না। এক্ষেত্রে আইন লঙ্ঘন করলে শাস্তির আওতায় আনা হবে। মোবাইল কোর্ট পরিচালনা, মামলা ও টহল দেয়া হবে।
উপজেলার বিভিন্ন মাছ ঘাট ও জেলে পল্লী ঘুরে দেখা গেছে, জেলেরা ২২ দিনের জন্য ট্রলার, জালসহ মাছ ধরার সব উপকরণ নিয়ে ঘাটে ফিরেছেন। কেউ আবার নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো নদীতে যাচ্ছেন মাছ ধরতে। তবে তাদের ফিরতে হবে রাত ১২টার আগেই।
উপজেলা মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চালানো হবে। আর জেলেদের সংকট দূর করতে নিবন্ধিত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৭ হাজার ৫শ।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ-কোষ্টগার্ড । তারা বলছে, মা ইলিশ রক্ষায় শক্ত অভিযানের কথা। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা আগামী ২২ দিন নিষেধাজ্ঞার আওতায় থাকবে।