বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা
তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় স্টোক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা
তজুমদ্দিন প্রতিনিধি ॥
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রজননক্ষম মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ‘ষ্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মোট ২২ দিন নদীতে মৎস্য আহরণ বন্ধে এই সচেতনতা তৈরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন। এসময় বক্তৃতা রাখেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল-আমীন, ভোলা জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালী সময়ে উপজেলার নিবন্ধীত ১৭ হাজার ৫ শত জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে।