বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » করোনা রোগীকে কেন্দ্র করে ১০ পরিবার লকডাউন
করোনা রোগীকে কেন্দ্র করে ১০ পরিবার লকডাউন
মোঃ শাওন জোমাদ্দার, মির্জাগঞ্জ থেকে।।
মির্জাগঞ্জে এক স্কুল শিক্ষিকা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মির্জাগঞ্জে এই প্রথম কোন রোগী শনাক্ত কোন উপসর্গ ছাড়া
রোগী কে কেন্দ্র করে মির্জাগঞ্জ উপজেলা ১ নং মাধবখালী ইউনিয়নে কাঠালতলী এলাকায় পন্ডিত বাড়ির আশেপাশে ১০ বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য প.প.কর্মকর্তা বলেন, মাধব খালি ইউনিয়নের পন্ডিত বাড়িতে এই করোনা রোগী শনাক্ত হওয়ার পর পর থেকে ১০ বাড়িকে লকডাউন করা হয়েছে যেন এই মহামারী কোন প্রকারে বহুরূপী ধারণ করতে না পারে এবং এলাকা বাসিকে বলেন আপনারা যার যার দিক থেকে সচেতন থাকবেন এবং সবাই সবার নিজের দিকে খেয়াল রাখবেন। এবং ওই এলাকার আরো অনেকের নমুনা পাঠানো হয়েছে আসলে আরও বলা যাবে যদি কোন ভয়াবহ রূপ ধারণ করে তাহলে ওই এলাকার সহকারে সকল এলাকায় লকডাউন করে দেওয়া হবে বলে জানান এবং এলাকার সহ প্রয়োজনীয় ব্যবস্হা গ্ৰহনের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার খবরে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।