মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » দেশজুড়ে » তজুমদ্দিনে শ্রমিকলীগের কমিটি গঠন নান্নু সভাপতি, সোহাগ সম্পাদক
তজুমদ্দিনে শ্রমিকলীগের কমিটি গঠন নান্নু সভাপতি, সোহাগ সম্পাদক
তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিনে জাতীয় শ্রমিকলীগের চাঁদপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আবুল কালাম নান্নুকে সভাপতি, মো: সোহাগকে সাধারণ সম্পাদক ও মনির উদ্দিন (প্রচারক) কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। ৫ অক্টোবর উপজেলা শ্রমিক লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, ৪ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের তজুমদ্দিন উপজেলার সভাপতি আব্দুল হালিম টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজনের পরিচালনায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চাঁদপুর ইউনিয়নের কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সহসভাপতি পদে মো: জাফর, আবু তাহের, দেলোয়ার হোসেন, আমির, আব্দুল হক, জামাল ও কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ও ইউসুফ এবং সাংগঠনিক সম্পাদক পদে মনির উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক পদে মিজান উদ্দিনকে মনোনীত করা হয়।