বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার ও শিশুদের মাঝে এমপি শাহে আলম’র শিশু খাদ্য বিতরণ।
বানারীপাড়ায় ইমাম-মুয়াজ্জিনের মাঝে ইফতার ও শিশুদের মাঝে এমপি শাহে আলম’র শিশু খাদ্য বিতরণ।
জাকির হোসেন , বানারীপাড়া(বরিশাল) থেকে ॥
বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও রাস্তার কাজের নারী শ্রমিক সহ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাদারঅব হিউম্যানিটি শেখ হাসিনার পক্ষে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম এবং বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বুধবার দিনভর উপজেলার সদর,সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়নে এ শিশু খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত এর আগে উপজেলার বাইশারী,সৈয়দকাঠি,ইলুহার,উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও রাস্তার কাজের নারী শ্রমিক সহ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়