শুক্রবার ● ২ জুন ২০২৩
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে দুর্নীতি প্রতিরোধে র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে দুর্নীতি প্রতিরোধে র্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি। ভোলার চরফ্যাশনে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে র্যলী, রচনা ও বিতর্ক প্রতিযোগিতাসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সগীর আহমেদ নিরব, সহ-সভাপতি ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, সদস্য আমিনুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় ব্যাধি। এটি দেশের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন ব্যাহত করছে। কেবল দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।