বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » কোন উপসর্গ ছাড়াই মির্জাগঞ্জে প্রথম কোন রোগী শনাক্ত
কোন উপসর্গ ছাড়াই মির্জাগঞ্জে প্রথম কোন রোগী শনাক্ত
মোঃ শাওন জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলার উপসর্গ ছাড়াই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় (কোভিট ১৯) আক্রান্ত করেছেন ২৫ বছর বয়সী ১ নারী উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আবিরের স্ত্রী। পেশায় তিনি একজন শিক্ষিকা। তাকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) রাতে পটুয়াখালী জেলার সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।
তিনি জানান, গত সোমবার সকালে ওই নারী ও তার স্বামী এসে বলেন, আপা আমাদের নমুনা সংগ্রহ করে একটু পরীক্ষার জন্য পাঠান। তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলোনা। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে ওই নারীর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।কিন্তু তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। ওই নারীকে বাসায় সম্পূর্ন আলাদা থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আগামীকাল ওই এলাকায় যেয়ে তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সরোয়ার হোসেন জানান, আমরা ৬ মে বুধবার সকালে ঐ রোগীর বাড়ি গিয়ে আক্রান্ত রোগীর সুচিকিৎসা ও হোম আইসোলেশন নিশ্চিত সহ আশেপাশের বাড়িগুলো লকডাউনের আওতায় এনে উপজেলার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করবো। এদিকে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার খবরে পুরো উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।