মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » উপকুল » ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে মারিয়াম ইসলাম
ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে মারিয়াম ইসলাম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
মারিয়াম ইসলাম এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাশন উপজেলার ৩৯ নং হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
মারিয়াম ইসলাম চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় শ্রমিক লীগ চরফ্যাশন পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম সবুজ এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফসা খানম এর মেয়ে। সে ৪ বোনের মধ্যে সবার বড়।
মারিয়াম ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন এই মেধাবী শিক্ষার্থী মারিয়াম ইসলাম।