বৃহস্পতিবার ● ২৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » উপকুল » কায়সার আহমেদ দুলাল’র রচনায় কবিতা “শেখ মুজিব”
কায়সার আহমেদ দুলাল’র রচনায় কবিতা “শেখ মুজিব”
আমিনুল ইসলাম, চরফ্যাশন।
-
- শেখ মুজিবব
- বঙ্গবন্ধু তুমি
- বাংলার জাতির পিতা,
- বাংলার ঠিকানা তুমি
- বাংলার কবিতা।।
- শেখ মুজিব
- বাংলার অবয়ব তুমি
- বাংলার বিজয় গাঁথা,
- বাংলার স্বপ্ন তুমি
- বাংলার চোখের পাতা।।
- শেখ মুজিব
- বাংলার মাটি তুমি
- বাংলা ভাষার কথা,
- বাংলার বজ্রকন্ঠ তুমি
- বাংলার স্বাধীনতা।।
- শেখ মুজিব
- বাংলার শ্লোগান তুমি
- বাংলার ছবি আঁকা,
- মুক্তিযুদ্ধের চেতনা তুমি
- লাল সবুজের পতাকা।।
- শেখ মুজিব
- বাংলার ধ্রুবতারা তুমি
- মায়ের কোলে থাকা,
- বাংলার আলো বাংলার বাতাস তুমি, হৃদয়ের পরশ মাখা ।
- শেখ মুজিব
- বাংলার নিঃশ্বাস বাংলার বিশ্বাস তুমি
- বাংলা মায়ের ফসল,
- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, চেতনার অগ্নি মশাল।।
- শেখ মুজিব
- পদ্মা মেঘনা যমুনা তুমি
- বাংলা মায়ের ঠিকানা,
- আমার সোনার বাংলা তুমি
- আমার জীবন সাধনা।।
- শেখ মুজিব
- স্বাধীনতার অমর কবিতা তুমি
- জয়বাংলা শ্লোগান,
- তুমি বায়ান্ন তুমি একাত্তর
- তুমি স্বাধীনতার বিজয় নিশান।।
- শেখ মুজিব
- তুমি বাংলার রবি
- বাংলার ছবি,
- তুমি রাজনীতির মহাকবি
- বাংলা মায়ের প্রতিচ্ছবি।।
- শেখ মুজিব
- তুমি উলকা তুমি ধূমকেতু
- বাংলার ঝষি,
- তুমি বাংলার শশী
- বাংলার মনীষী।।
- শেখ মুজিব
- তুমি নজরুলের বিদ্রোহী কবিতা
- রবীন্দ্রনাথের সোনার বাংলা ,
- তুমি জসিম উদ্দীনের নকসী কাঁথা
- হাজার বছরের হালখাতা।।
- শেখ মুজিব
- তুমি ইতিহাস তুমি অবতার
- তুমি নেতা সব মানুষের,
- তুমি চর্যাপদের নির্যাস
- তুমি আরহমান বাংলার।।
- শেখ মুজিব
- তুমি বাঙালী
- হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান,
- তুমি অক্ষয় তুমি অব্যয়
- তুমি চির অম্লান।।