শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আইন-শৃংখলা » আছলামপুর ইউপি নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী
আছলামপুর ইউপি নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এখন ভোটাররা প্রার্থী বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরে আলম নৌকার দলীয় মনোনয়ন পেলেও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মিলিটারি।
অজিউল্লাহ মেম্বার, মোস্তফা হাওলাদার, আলাউদ্দিন মাষ্টার সহ অনেক ইউনিয়ন আওয়ামিলীগ নেতারা জানান, দীর্ঘ ১১ বছর যাবত এ ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ মসজিদ- মাদ্রাসার উন্নয়ন ও সাধারণ মানুষের আপদ-বিপদে পাশে ছিলেন আবুল কাশেম মিলিটারি। তিনি আমাদের ইউনিয়নের প্রতিটি মানুষকে আপন করে নিয়েছে। ফলে আসন্ন আছলামপুর ইউপি নির্বাচনের ভোটের মাঠে অনেকাংশে এগিয়ে রয়েছে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী।
গতকাল নির্বাচনী এক উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারি বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন ও ভালবাসা দেখে মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বর ইউনিয়নের সকল রাজনৈতিক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। তিনি আরও বলেন, আমি এমন একজন চেয়ারম্যান হতে চাই যে, আমার মৃত্যুর পর প্রতিটি মানুষ স্বজন হারানোর বেদনায় ব্যতীত হন।