রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন হাসপাতালে টিম চিলেকোঠার পরিচ্ছন্নতা অভিযান
চরফ্যাশন হাসপাতালে টিম চিলেকোঠার পরিচ্ছন্নতা অভিযান
আমিনুল ইসলাম, চরফ্যাশন।
ভোলার চরফ্যাশন উপজেলা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাসপাতালের প্রতিটি ফ্লোর ও কক্ষ পরিস্কার করা হয়। সাথে সাধারণ রোগীদের মধ্যে মাক্স বিতরন করা হয়েছে।
রবিবার সকালে চরফ্যাশন সরকারি হাসপাতালে পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল আল নোমান, থানা অফিচার্জ ইনচার্জ মোহাম্মদ মোরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শোভন বসাক, পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, টিম চিলেকোঠার উপদেষ্টা ও যুবলীগ নেতা ইউসুফ হোসাইন ইমন, সভাপতি নাদিম হোসেন খান সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
উল্লেখ্য হাসপাতালে সরকারি ভাবে পর্যাপ্ত পরিমান পরিচ্ছন্ন কর্মী না থাকায়, আউট সোর্সিং এর মাধ্যমে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়, তবে তাদের উপস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চোখে পরার মত নয়। যার ফলে হাসপাতালে ময়লা আবর্জনার স্তুপ ও দুগন্ধতে সাধারণ মানুষ এবং রোগী আরও অসুস্থ হয়ে যাচ্ছে।
অভিযানে স্বেচ্ছাসেবী সদস্যদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিচার্জ ইনচার্জ নিজ হাতে পরিষ্কার কাজ করেন। এমন কার্যক্রমকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
চিলেকোঠার সভাপতি নাদিম হোসেন খাঁন বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ নিজে পরিস্কার থাকি এবং অন্যকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। এসময় সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলতে সকলকে অনুরোধও জানান নাদিম হোসেন খান।