বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
আমিনুল ইসলাম, চরফ্যাশন৷
সৌদি প্রবাসীর জমি জবরদখল করতে তার স্ত্রী সন্তানকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ এনে ফাতেমা আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন৷ মামলার আসামি পৌর ৪নং ওয়ার্ডের তছির আহাম্মেদের ছেলে ভুট্রো, মোরশেদ হোসেন এবং ভুলু মিয়ার ছেলে আল আমিন কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফাতেমা আক্তার৷ বুধবার (২ মার্চ) বেলা ২টায় চরফ্যাশন প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের উপস্থিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ফাতেমা আক্তার৷
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৩ সালে পূর্ব পরিচিত আলাউদ্দিন ও শফিউল্লাহর কাছ থেকে জিন্নাগড় মৌজায় আমার স্বামী প্রবাসী শাজাহান মিয়া ৫২ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছে৷ সাম্প্রতিক সময়ে পূর্বের মালিক আলাউদ্দিন জমি বন্টনের হিস্যা নিয়ে ঝামেলা করে৷ এরই জের ধরে উক্ত জমি জবরদখল করতে কয়েকজন ভাড়াটিয়া বাহিনী দিয়ে গত ২৪ ফেব্রুয়ারী আমাকে ও আমার ছেলেকে অতর্কিতভাবে হামলা করে নির্মমভাবে আহত করে এবং আমার কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই করে৷ হামলার শিকারের পর আমি বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা দায়ের করি৷ আসামিগণ প্রভাবশালী হওয়ায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি থানা পুলিশ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আসামীদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি৷ সংবাদ সম্মেলনে থানা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপও কামনা করেন ফাতেমা আক্তার৷