শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে লাখো ভক্তের পাদচারণায় অচ্যুতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু
তজুমদ্দিনে লাখো ভক্তের পাদচারণায় অচ্যুতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শুরু
এম, নুরুন্নবী
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ভোলার তজুমদ্দিনে শুরু হয়েছে প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) ২৩ তম তিরোধান উৎসব। উপজেলার তিনটি মন্দিরে লক্ষাধীক ভক্ত সমাগমে পালিত হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ এ নামযজ্ঞানুষ্ঠান।
দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ উৎসবকে কেন্দ্র করে তিনটি মন্দির প্রাঙ্গণ এখন লাখো ভক্তের পাদচারণায় মুখরিত। পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মন্দিরে আগত ভক্তদের সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন। ১২ টি তোড়ন নির্মাণের পাশাপাশি ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়েছে তিনটি মন্দির প্রঙ্গন। আড়ালিয়া গ্রামে প্রায় ১০ একরের প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) সমাধি মন্দির প্রাঙ্গণসহ পুরো চত্বর। জন্মস্থান শম্ভুপুর স্বরুপ আশ্রম মন্দিরে দীর্ঘ ৬ মাস অনাহারে থেকে ধ্যানরত প্রভুপাদ শ্রী অচ্যুতানন্দ’র মৃত্যুর এই দিনটিকে স্মরণ করতে ভক্ত সমাগমে মুখোরিত এখন। একই সাথে বৌ-বাজার শীবশক্তি মন্দিরেও ৩২ প্রহরে নামযজ্ঞনুষ্ঠানে ভক্তদের ভীড় রয়েছে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) সমাধি মন্দির ও শম্ভুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জন্মস্থানে স্বরুপ আশ্রম মন্দিরে তিরোধান উৎসব উপলক্ষে ৪০ প্রহরব্যাপী করে মহানাম যজ্ঞানুষ্ঠান হবে। তিনটি মন্দিরে বিভিন্ন জেলার ১৮ টি কীর্তনীয় দল এ যজ্ঞানুষ্ঠান পরিবেশন করবে।
স্বরুপ আশ্রমের সাধক হরিহর দত্ত জানান, ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগীতায় সু-শৃঙ্খলভাবে উৎসব চলছে। এ জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, এই আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশের দুটি টহল টিম মোতায়েন আছে। এছাড়াও অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।