মঙ্গলবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনের বিচ্ছিন্ন দ্বীপ চর শাওনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তজুমদ্দিনের বিচ্ছিন্ন দ্বীপ চর শাওনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান মিশুর পক্ষ হতে বিচ্ছিন্ন দ্বীপ চর শাওনের শতাধীক শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাত ৮টায় সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর শাওন আওয়ামীলীগের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মোঃ আজিজ স্বর্ণকারের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু টেলিকনফারেন্সে কার্যক্রমের উদ্ভোদন ও প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা আব্দুল খালেক মাঝি, নয়ন ফিটার, মোঃ নুরনবী, মোঃ নিরব প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে চরাঞ্চলের মানুষ শান্তি বসবাস করতে পারে। এখন আর চরের কোন কৃষককে চাঁদা দিতে হয়না। আমাদের নেতা নুরুন্নবী চৌধূরী শাওন সবসময়ই কৃষকবান্ধব। তার দীর্ঘদিনের প্রচেষ্টার কারনেই আজ চরাঞ্চলে সাধারণ মানুষ শান্তি বসবাস করছে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতিকের পক্ষে থাকার আহবান জানান নেতৃবৃন্ধ।
এরপর, সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধূরী শাওন’র মা হোসনেআরা চৌধূরীর সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।