মঙ্গলবার ● ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাসন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এমপি জ্যাকব’র অভিনন্দন
চরফ্যাসন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এমপি জ্যাকব’র অভিনন্দন
আমিনুল ইসলাম, চরফ্যাশন৷
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের ২০২২-২০২৩ ইং সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ কমিটির সভাপতি হয়েছেন অধ্যক্ষ আবুল হাসেম মহাজন (সম্পাদক, চরফ্যাসন নিউজ) এবং সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র (নির্বাহী সম্পাদক চরফ্যাসন নিউজ)।
এছাড়া কমিটির সহ-সভাপতি এম আবু সিদ্দিক (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি ইয়াছিন আরাফাত (দক্ষিণের কাগজ), সহ-সভাপতি আমির হোসেন (যুগান্তর), সহ-সভাপতি কামরুজ্জামান, (নয়া দিগন্ত), সহ-সভাপতি আবুল খায়ের নাজু (দৈনিক আমাদের কন্ঠ), যুগ্ম সম্পাদক জামাল মোল্লা (সংবাদ), নোমান সিকদার (সমকাল), বার্তা সম্পাদক কামরুল সিকদার (কালের কন্ঠ), কোষাদক্ষ মিজানুর রহমান নয়ন (ইত্তেফাক), প্রচার সম্পাদক অশোক সাহা (খবরপত্র), সাহিত্য সম্পাদক এস আই মুকুল (আজকেরপত্রিকা), সাংস্কৃতিক সম্পাদক সজীব শাহারিয়া (প্রতিদিনের সংবাদ), ধর্ম সম্পাদক মাইন উদ্দিন জমাদার (যায় যায় দিন)৷ এছাড়াও কমিটির নির্বাহী সদস্য বাদল কৃষ্ণ দেবনাথ, জামাল উদ্দিন মহাজন, কায়সার আহমেদ দুলাল, মনির উদ্দিন চাষি প্রমুখ৷
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাসন প্রেসক্লাব ভবনে বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদে এই কমিটি গঠন করা হয়েছে। এদিকে চরফ্যাসন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷