রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল থেকে আবু সিদ্দিক’র পদত্যাগ
চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল থেকে আবু সিদ্দিক’র পদত্যাগ
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি৷
নানা অনিয়ম আর বিশৃঙ্খলার অভিযোগ এনে ভোলার “চরফ্যাশন উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিল” সংগঠনের সাধারণ সদস্য ও সিনিয়র সহ-সভাপতির পদ থেকে সেচ্ছায় পদত্যাগ গ্রহন করেছেন সাংবাদিক এম আবু সিদ্দিক৷ শনিবার ২৫ ডিসেম্বর এম আবু সিদ্দিক এর স্বাক্ষরিত এক সেচ্ছায় পদত্যাগ পত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷
এ-বিষয়ে সাংবাদিক এম আবু সিদ্দিক জানান, চরফ্যাশন উপজেলার সাংবাদিকদের কল্যাণে একটি সংগঠন করার জন্য আজ থেকে তিন বছর পূর্বে জাতীয় ও স্থানীয় কয়েকজন সাংবাদিক একত্রিত হয়েছিলাম। সেখানে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছিলো। পরবর্তিতে আমার মতামত না নিয়ে আমাকে সিনিয়র সহ-সভাপতির পদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে৷ এতোদিনে এর প্রকৃত রুপ প্রকাশ পেয়েছে যে, সাংবাদিকদের কল্যাণে নয় ব্যক্তি কল্যাণে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ কোন কিছুতে শৃংখলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। সংগঠনের কোনো কাজে সদস্যদের মতামত না নিয়ে মনগড়া সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সাংবাদিক কল্যাণ তহবিলের একজন প্রতিবন্ধি সদস্য সাসাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ছবিতে স্টিকার লাগিয়ে ছেড়ে দেয়।আমি তাদেরকে বার-বার বলেও কোন প্রতিকার পাইনি। এমন অবস্থায় আমি সসম্মানে উক্ত সংগঠন থেকে সেচ্ছায় পদত্যাগ হতে বাধ্য হয়েছি।
এদিকে চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিল এর সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, সিনিয়রসহ-সভাপতি এম আবু সিদ্দিক এর সেচ্ছায় পদত্যাগ পত্রটি আমি পেয়েছি৷ বিষয়টি নিয়ে সংগঠনে এক জরুরি সভার আয়োজন করা হবে৷
জানা যায়, সাংবাদিক এম আবু সিদ্দিক চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) কমিটির সভাপতি, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার উপদেষ্টা, জনতা বাজার ডিগ্রি কলেজের প্রভাষক ও চরফ্যাশন বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ দীর্ঘদিন যাবত অসংখ্য সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন৷