সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » নিজের সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে প্রতিটি মুহূর্তে পড়ে থাকি অসহায় মানুষের কল্যানে- এমপি শাওন
নিজের সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে প্রতিটি মুহূর্তে পড়ে থাকি অসহায় মানুষের কল্যানে- এমপি শাওন
শরীফ আল-আমীন।।
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে করোনা ভাইরাস (COVID-19) মোকাবেলায় কর্মহীন ও দু:স্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার চাল বিতরণ করেন ভলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে রয়েছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য ও চিকিৎসা পৌঁছে দিচ্ছেন। আমি জীবনের ঝুকি নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাই সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য । নিজের সুখ-স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে প্রতিটি মুহূর্তে পড়ে থাকি গরীব-দু:খী ও অসহায় মানুষের কল্যানে।
এ সময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান,তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ফরিদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।