বৃহস্পতিবার ● ৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » নবগঠিত শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ
নবগঠিত শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ
আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে৷৷ নতুন কমিটি গঠনের পর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চরফ্যাশন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন৷ বুধবার (৮ডিসেম্বর) বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক শিক্ষা ও সহকারী শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
অনুষ্ঠানে নবগঠিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম এর সাথে পরিচয় পর্ব, শুভেচ্ছা বিনিময়, সংগঠনের কার্যকারিতা ও বিভিন্ন দাবি উপস্থাপন করেন৷
এসময় চরফ্যাশন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি, দাস কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, দক্ষিণ আবুবকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ হাসনাইন, সালমা বেগম, অর্থ সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জুবাইদা নাসরিন, দপ্তর সম্পাদক মাকসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এরফান ভুইঁয়া, খালিদ হোসেন সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর৷ কোমলমতি শিশুদের ভালোবাসায় এই শিক্ষকরা খুঁজে পায় নৈসর্গিক আনন্দ৷ আমরা জানি প্রাথমিক শিক্ষকগণ শিক্ষকতার পাশাপাশি অন্য কোন পেশায় জড়ানো সম্ভব নয়৷ এই শিক্ষদের মনে তীব্র হতাশা ও গ্লানি ভর৷ এমন অবস্থায় আমার তরফ থেকে চরফ্যাশন উপজেলার সকল প্রাথমিক শিক্ষক ও আপনাদের সংগঠন কে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ৷