সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে-এমপি মুকুল
করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে-এমপি মুকুল
মোঃ সোহেব,দৌলতখান:
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে রয়েছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য ও চিকিৎসা পৌঁছে দিচ্ছেন। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেশের এক কোটি মানুষের মধ্যে ১০ টাকা কেজি ধরের চাল সরবারহ করা হচ্ছে। সোমবার (৪ মে) দৌলতখান উপজেলায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে এমপি মুকুলের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরনী কার্যক্রম শুরু কালে তিনি এসব কথা বলেন।
করোনা সংক্রমণ প্রতিরোধে জণগণকে ধৈর্য ধরে ঘরে থাকার আহ্বান জানিয়ে এমপি মুকুল বলেন, দেশে একটি সংকটময় সময় অতিবাহিত হচ্ছে। এমন অবস্থায় সবাইকে ধৈর্যধারণ করে পরিস্থিতি প্রতিরোধ করতে হবে। করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। এমপি মুকুল বলেন, দ্বিতীয় দফায় আমার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিত দূরত্ব বজায় রেখে দৌলতখান উপজেলায় ১০ হাজার অসহায় পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সৈয়দপু,হাজীপুর ভবানীপুর,এই তিনটি ইউনিয়নে ১৫শ’অসহায় পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমূখ।