বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ভোলার তজুমদ্দিন সোনাপুর ইউনিয়নে ২৪ বছর পর ভোটের হাওয়া:ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর
ভোলার তজুমদ্দিন সোনাপুর ইউনিয়নে ২৪ বছর পর ভোটের হাওয়া:ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর
মেহেদী হাসান মামুন
ভোলা জেলার তজুমদ্দিনে দীর্ঘ ২৪ বছর মামলার বেড়াজালে বন্ধ থাকার পর ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ২ নং সোনাপুর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষনা করেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে সোনাপুর ইউনিয়নে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে আলোচনার ঝড়। ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা।
তাদের মতে, সোনাপুর বাসী হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে। তবে সর্বশেষ ১৯৯৭ সালের মার্চ মাসে সোনাপুর ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর থেকে দীর্ঘ ২৪ বছরেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৩ জন নারী সদস্যের মধ্যে ২জন, ৯জন পুরুষ সদস্যের মধ্যে ১জন মারা যায় এবং ২০১৯ সালের ১১ মার্চ চেয়ারম্যান হাফেজ হাসান মাসুদ বাবুল মারা যায়।
এরপর থেকে একজন প্যানেল চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করলেও যে সব জনপ্রতিনিধিরা জীবিত আছেন তারা অনেকেই সোনাপুর ইউনিয়নে বসবাস করছেন না ।
সীমানা বিরোধের মামলা থাকায় দীর্ঘ ২৪ বছর সোনাপুর ইউনিয়নের ভোট না হওয়ায় সাধারণ মানুষ নাগরিক অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর সাধারণ ভোটাররা ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে বলে আশা করি।
তজুমদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে ২৪ বছর পর ২নং সোনাপুর ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। এ কারণেই এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে চাই। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।