শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী পালিত
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷৷
অধ্যক্ষ নজরুল ইসলাম এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ নজরুল ইসলাম এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ‘আজ ১৭ সেপ্টেম্বর এই মহান নেতার ২৯তম মৃত্যুবার্ষিকী। অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক, যিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্থানীয়ভাবে সংগঠক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। একজন প্রকৃত শিক্ষক ছিলেন তিনি। তার শিক্ষার আলোয় আলোকিত হয়েছে উপকূলের অসংখ্য ছাত্র-ছাত্রী। দুই দুইবার স্থানীয় সাংসদ নির্বাচিত হয়ে তিনি নিরলসভাবে কাজ করেছিলেন অবহেলিত চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। পরে মরহুমের রুহের মাগফেরাত ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, স্থানীয় চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯২ সনের ১৭ সেপ্টেম্বর হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।