শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের দোয়া মোনাজাত
অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের দোয়া মোনাজাত
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷
দক্ষিণ বাংলার প্রাণ পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জননেতা এম এম নজরুল ইসলাম স্যারের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ঐক্য পরিষদের আয়োজনে
এক স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাসন সরকারি কলেজ প্রাঙ্গনে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যা ৭টায় চরফ্যাসন পৌরসভা ১নং ওয়ার্ডে অবস্থিত বঙ্গবন্ধু ঐক্য পরিষদের কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷
বঙ্গবন্ধু ঐক্য পরিষদের সভাপতি ফকরুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোকন, উপজেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক শাজাহান মিয়া, পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি তাজল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, পৌর ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি ফরিদ পালোয়ান ও নিরব মিয়া, সাধারণ সম্পাদক আব্দুজ্জাহের, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাছান সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
দোয়া মোনাজাত অনুষ্ঠানে মরহুম এম এম নজরুল ইসলামের রুহের মাগফেরাত ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করা হয়৷ এসময় নজরুল ইসলামের সুযোগ্য সন্তান ভোলা-৪ চরফ্যাসন মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়৷ উল্লেখ্য ১৯৯২ সনের ১৭সেপ্টেন্বর হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷