শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » উপকুল » সাবেক এমপি নজরুল স্যার’র কবরে চরফ্যাসন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
সাবেক এমপি নজরুল স্যার’র কবরে চরফ্যাসন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷
চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষ থেকে উপকূল জনপদের আলোকিত মানুষ মরহুম এম এম নজরুল ইসলাম স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। ১৭সেপ্টেন্বর মরহুমের ২৯বছর প্রয়ান দিবস। সকাল থেকে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে তার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। এই জনপদে সাপ্তাহিক উপকূল”নামে ভোলার প্রথম গণমানুষের মুখপাত্র হিসেবে প্রকাশনা বের করেন।স্হানীয়ভাবে উপকূল পত্রিকার মাধ্যমে লেখালেখি করে সংবাদকর্মিরা আত্ন পরিচিতি লাভ করে।তার প্রতি বিনম্র শ্রদ্ধাস্বরুপ গণমাধ্যমকর্মিরা তার কবরে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রের নেতৃত্বে সাংবাদিকরা সকাল ৯টায় চরফ্যাসন সরকারি কলেজে চিরনিদ্রায় শায়িত গণমানুষের নেতা পাললিক মৃত্তিকার সন্তান আলোকিত মানুষ সকলের প্রিয়ভাজন অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবরে ফুল দিযে শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য ১৯৯২ সনের ১৭সেপ্টেন্বর হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা গেছেন।