বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাসনে দোকান ভিটার মালিককে হত্যার চেষ্টায় ৬ জনের বিরুদ্ধে মামলা
চরফ্যাসনে দোকান ভিটার মালিককে হত্যার চেষ্টায় ৬ জনের বিরুদ্ধে মামলা
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাসন উপজেলার চেয়ারম্যান বাজারে দোকান ভিটা দখলের জন্য ভাড়াটিয়া আবুল কালাম বাহিনী দোকান মালিককে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার ঘটনায় শশিভূষণ থানায় মামলা দায়েরে করা হয়েছে৷
মোঙ্গল বার (১৪ সেপ্টেম্বর) মৃত মৌলভী আশ্রাফ আলীর ছেলে গোলাম ফারুক বাদী হয়ে ০৬ জনকে আসামি করে ০৫/২০২১ নং মামলা দায়ের করেন৷ আসামিদের মধ্যে মৃত মোজাফ্ফর বেপারীর ছেলে আবুল কালাম (৭০) ও তার ৪ ছেলে মাহাবুবর রহমান (৪০), জসিম উদ্দিন (৩৭), সামছুদ্দিন (৩৫), সজিব (৩৩) এবং মৃত মোঃ শফিউল্লার ছেলে মোঃ বাবুল (৩৫) রয়েছেন৷
মামলার এজাহার থেকে জানা যায়, আসামীগন দীর্ঘদিন যাবত ভাড়া না দিয়ে বাদী পক্ষকে উক্ত দোকান ভিটা থেকে বেদখল করার জন্য হুমকি দিয়ে আসছে৷ মামলার প্রধান আসামি আবুল কালাম এর হুকুমে সশস্ত্র বাহিনীটি পরিকল্পিত ভাবে গত ১২ সেপ্টেম্বর ১নং স্বাক্ষী আশিকুর রহমান কে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়৷ তার ডাক চিৎকারে অন্যান্য সাক্ষীগণ ছুটে আসলে তাদেরকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামীরা৷
ভুক্তভোগীরা জানান, ভুয়া কাগজ পত্র তৈরি করে উক্ত দোকান ভিটার মালিকানা দাবি সহ নানা মিথ্যা অভিযোগে আমাদেরকে হয়রানি করছে৷ আবুল কালাম গংদের অত্যাচারে আমরা অতিষ্ঠ৷ দ্রুত সময়ের মধ্যে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা৷
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ৬ জনকে আসামি করে গতকাল মামলা দায়ের করা হয়েছে৷ আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে৷ আশাকরি স্বল্প সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হবে৷