সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাসনে দোকান ভিটার দখল নিতে ভাড়াটিয়া কর্তৃক মালিকের উপর হামলা
চরফ্যাসনে দোকান ভিটার দখল নিতে ভাড়াটিয়া কর্তৃক মালিকের উপর হামলা
আমিনুল ইসলাম, চরফ্যাসন প্রতিনিধি৷
ভোলার চরফ্যাসনে দোকান ভিটার দখল নিতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ৷ উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে আবুল কালাম মেম্বার দীর্ঘদিন ভাড়াকৃত দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন৷ একটি কুচক্রী মহলের প্রচারনায় তিনি কিছুদিন যাবত ভাড়ায় থাকা দোকান টির ভিটার মালিক দাবি করে আসছেন৷ প্রকৃত ভিটার মালিক আবুবকর সিদ্দিক গংদের উপর ভয়ভীতি দেখানোর জন্য সন্ত্রাসী হামলা চালিয়ে ৭ জনকে গুরুতর আহত করার অভিযোগও করেছেন ভাড়াটিয়া আবুল কালাম মেম্বার এর বিরুদ্ধে৷
রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চেয়ারম্যান বাজার উক্ত দোকানের সামনে মালিক পক্ষ দোকান ভাড়া চাইতে গেলে এই হামলার ঘটনা ঘটে৷ আবুল কালাম মেম্বার পূর্বপরিকল্পিত ভাবে দোকানের মালামাল অন্যত্র সরিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিটার মালিক আবুবকর সিদ্দিক গংদের উপর এমন ন্যক্কারজনক হামলা চালিয়েছেন বলে জানা যায়৷ আবুল কালাম বাহিনী কুপিয়ে এবং লাঠিপেটা করেই ক্ষ্যান্ত হয়নি৷ উল্টো দোকান মালিক গংদের বিরুদ্ধে মালামাল লুটের মামলা দেয়ার হুমকিও দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় শশিভূষণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবুবকর সিদ্দিক৷
একটি শালিসি রোয়েদাদ নামা থেকে জানা যায়, আবুল কালাম মেম্বার তার শশুর মৃত মৌলভী আশ্রাফ আলীর নিকট থেকে উক্ত দোকান ঘরটি দীর্ঘ ১০ বছর যাবত ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে৷ শশুরের মৃত্যুর পর তিনি দোকান ভিটার মালিক দাবি করে ভাড়ার টাকা মৃত মৌলভী আশ্রাফ আলীর ওয়ারিশদের দেয়া বন্ধ করে দেন৷ বিষয়টি মীমাংসায় উভয় পক্ষের ইচ্ছায় স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিস ডাকা হয়৷ শালিসগণ উভয় পক্ষের আলোচনা ও প্রয়োজনীয় কাগজ পত্র পর্যালোচনা করে কোন প্রকার ওজর-আপত্তি ছাড়া আবুল কালাম মেম্বারকে তার অবৈধ দখলে থাকা দোকান ঘরটি আবুবকর সিদ্দিক গংদের বুঝিয়ে দিতে রায় প্রদান করেন৷ কিন্তু বিচারকদের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবুল কালাম মেম্বার তা বুঝিয়ে দেয়নি৷
এ বিষয়ে আবুল কালাম মেম্বার বলেন, আমার শশুর জীবিত থাকা অবস্থায় এক হাজার টাকা মূল্যে এই ভিটা ক্রয় করেছি৷ ক্রয় সুত্রে এই দোকান ভিটার মালিক আমি৷ তবে একটি সাদা কাগজে অগ্রহণযোগ্য কিছু বানোয়াট লেখা ছাড়া দোকান ভিটা মালিকানার সঠিক কাগজ পত্র দেখাতে পারেনি আবুল কালাম মেম্বার৷
আবুবকর সিদ্দিক বলেন, আবুল কালাম যে দোকান ভিটার মালিকানা দাবি করছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়৷ হামলার ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, এই দখলবাজের নিকট থেকে আমাদের দোকান ভিটা উদ্ধার করে বুঝিয়ে দিতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের নিকট অনুরোধ করছি৷ শশিভূষণ থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার বিষয়ে অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷