সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৮
দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৮
দ্বীপ নিউজ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। আগের দিনের চেয়ে ১৬.৬১ শতাংশ বেশি অর্থাৎ মোট৬ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ১৮২ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৮৩ জন। নতুন করে ১৪৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১ হাজার ২০৯ জন জন। সব মিলিয়ে দেশে মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৬ জনের নমুনা।
সোমবার (৪ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের সবাই পুরুষ। এদের ৩ জন ঢাকার এবং একজন সিলেট ও একজন ময়মনসিংহের বলে জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে প্রবেশ করার সময় ৫৭৩ জনকে ক্রিনিং করা হয়েছে।
বিফ্রিংয়ে আক্রান্ত কাউকে হেয় না করতে অনুরোধ করা হয়। সামাজিক সংক্রমণ হওয়ায় যে কেউ আক্রান্ত হতে পারেন। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ২ জনের এবং আক্রান্ত হয়েছিল মোট ৬৫৫ জন।