শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে জমিয়াতুল মোদার্ছীন’র ইফতার ও দোয়া মোনাজাত
চরফ্যাশনে জমিয়াতুল মোদার্ছীন’র ইফতার ও দোয়া মোনাজাত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্ছীন চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও আমন্ত্রিত সুধীজনদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় কমিটির সদস্য সচিব- অধ্যাপক কামরুজ্জামান এর আয়োজনে উপজেলা জমিয়াতুল মোদার্ছীন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্ছীন চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ মূঈনুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র৷ বিশেষ অতিথি হিসেবে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওঃ মোঃ আবদুল খালেক, চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ ছিদ্দিক, চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন উপস্থিত ছিলেন৷ এছাড়াও উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারী, চরফ্যাশন পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
দোয়া মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন, আলহাজ্ব মাওঃ মোঃ ইয়াছিন৷ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদাররেছিনের সদস্য সচিব- অধ্যাপক মোঃ কামরুজ্জামান৷