শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » হয়তোবা বেঁচে আছি
প্রথম পাতা » সাহিত্য » হয়তোবা বেঁচে আছি
৪৩৮ বার পঠিত
সোমবার ● ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হয়তোবা বেঁচে আছি

 মুক্তা বেগম

---

এমনি করেই সবার মৃতের মত বেঁচে থাকা
এমনি করেই অহর্ণিশ স্থানু হয়ে পড়ে থাকা!
সময় এখন আক্রান্ত ভীষণ দুঃসময়ে—–
সভ্যতার চকমকি আজ কেমন বিবর্ণ, পাংশুবর্ণ
এক অনুজীবের কাছে পরাস্ত উন্নতির উলম্ব গতি
বিশে^র বুক জুড়ে শুধু মৃত্যুর মিছিল আর
যান্ত্রিক-কোলাহলকে গিলে নিয়েছে প্রকৃতির নিরবতা।
তবু মনে হয়…………..
শুধু আমারই বুঝি এই মৃতের মতো বেঁচে থাকা!
সত্যি সময়ে আক্রান্ত ভীষণ দুঃসময়ে……….
আমি আছি হয়তো এসবের মাঝেই
নয়তো নয় কোথাও, নেই কোন কিছুতেই
নিজের আত্মা বন্ধক রাখা আছে অন্য কোনখানে
বিগত দিনের মতো রোজ ঘুরিয়ে দেই সময়ের চাকা।
***
তখন মনে হয়…….
হয়তোবা আমি বেঁচে আছি অন্যকোন সময়ে
অন্য কোন মনে, অন্য কোন ঘরে
যা কিছু আমার নয়, আমার মত করে
যেখানে আমার কাছে কোন দিবস নেই
কোন মোহময়, মায়াময় রাত্রি নেই
নেই কোয়ারেন্টাইন ডায়েরি
কোয়ারেন্টাইন দিনলিপি, কিংবা
কোয়ারেন্টাইন সময়ের সুদৃশ্য স্মৃতির কোন এলবাম
তবুও মনে হয়……….
আমি সেই খানে, সেই সময়ে বেঁচে আছি
যেখানে মৃত্যুর ভয় নেই, মানুষরে নির্লজ্জতা নেই
মানুষের অসহায়ত্বের কোন গল্প নেই
নেই অমানবিকতার নিদর্শন আর
মৃত্যুসম মানসিক যন্ত্রনা; আছে বিশ^াসে- ভালোবাসা
বুক আগলে, বুক আগলে মানুষে মানুষে বেঁচে থাকা
আছে পাপ-পূর্ণের ঊর্দ্ধে উঠে শুধু মানুষ হয়ে থাকা।
(০৭-০৪-২০২০)





আর্কাইভ