বৃহস্পতিবার ● ১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে মেম্বার প্রার্থী রুহুল আমিন বাহিনীর হামলায় ৪জন আহত
চরফ্যাশনে মেম্বার প্রার্থী রুহুল আমিন বাহিনীর হামলায় ৪জন আহত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডের মোরগ মার্কার প্রার্থী রফিকুল ইসলাম (রুহুল আমিন) বাহিনীর হামলায় প্রতিপক্ষ ফুটবল মার্কার প্রার্থী আব্দুল কাদের গ্রুপের ৪ জনকে গুরুতর আহত করেছেন৷ গুরুতর আহত হাকিম আলী (৪৮) ও মোঃ হারুন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে৷ অপর দুই জন মোঃ ফরিদ ও নয়ন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন৷
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চর মাদ্রাজ ৯নং ওয়ার্ড মিয়াজানপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে৷
জানা যায়, চর মাদ্রাজ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার প্রার্থী আবদুল কাদের এর কর্মীগণ নির্বাচনী অফিস থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে প্রার্থীর বাড়ির দিকে আসার পথে নারী পুরুষ মিলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে আহত করেন এবং ৪টি মোটরসাইকেল ভাংচুর করেন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন৷ এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
হামলায় আহত মোঃ ফরিদ জানান, অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালিয়েছেন রফিকুল ইসলাম বাহিনী৷ তিনি আরও জানান গত ২৪ মার্চে একই ভাবে ফুটবল মার্কার মোটরসাইকেল বহর রফিকুল ইসলাম (রুহুল আমিন) এর বাড়ির দরজায় আসামাত্র মরিচের গুঁড়া নিক্ষেপ করে অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে আহত করেন৷
এবিষয়ে রফিকুল ইসলামের মতামত জানতে তার মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করে বন্ধ থাকায় মতামত নেয়া সম্ভব হয়নি৷ চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেছেন, এখনো কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি৷ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷