সোমবার ● ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনে বাল্যবিয়ে বন্ধে সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে কোস্ট ফাউন্ডেশনে বাল্যবিয়ে বন্ধে সভা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশনে এপিসি প্রকল্পের আওতায় কোস্ট ফাউন্ডেশন, চরফ্যাশন ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের সাথে শিশু বিবাহ প্রতিরোধে ও আইন বিষয়ক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার ২২ মার্চ বেলা ১১টায় ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়৷
সভায় প্রজেক্ট অফিসার সঞ্জয় কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সহসভাপতি এম আবু সিদ্দিক, কামাল মিয়াজি, ইয়াছিন আরাফাত উপস্থিত ছিলেন৷ এছাড়াও সাংবাদিক এম আমির হোসেন, মাইনউদ্দিন জমাদার, কামরুল সিকদার, জামাল মোল্লা, ইলিয়াস হোসাইন, সোয়েব চৌধুরী, আমিনুল ইসলাম সহ উপজেলার অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতকে এ আইনের আওতায় যুক্ত করা হয়েছে। তার পরেও কেন শিশু বিবাহ বন্ধ করা যাচ্ছে না৷ এর কারন হিসেবে নিজের উপজেলায় শিশু বিবাহ বন্ধ করলে পার্শ্ববর্তী উপজেলায় আত্নীয়ের বাড়ি মেয়েকে নিয়ে বিবাহ দিচ্ছে অবিভাবকরা৷ আবার কেউ জন্মসনদের তারিখ এডিট করে বয়স বৃদ্ধি করছেন৷ কেউবা আবার কোর্টের কাগজ নিয়ে হাজির৷
সভায় সংবাদকর্মীদের শিশু বিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাসেম মহাজন বলেন, আপনারা শিশু বিবাহের ঘটনা জানা মাত্র কর্তৃপক্ষ কে অবহিত করার অনুরোধ করছি৷ তাছাড়া শিশু বিবাহের কুফল সম্পর্কে আরও সচেতন করতে প্রকল্প কর্তৃপক্ষ কে অনুরোধ জানান তিনি৷