শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » তুমি আসবে বলে
প্রথম পাতা » সাহিত্য » তুমি আসবে বলে
৭৫৮ বার পঠিত
সোমবার ● ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তুমি আসবে বলে

 এরশাদ সোহেল

---

তুমি আসবে বলে হে, প্রিয়-
আমার সাধের বাগাঁন গিয়াছে ভরিয়া সাদা বেলী ফুলে;
তুমি আসবে তাই বলে,
সাঝেঁর বেলার ঝিঁ ঝিঁ পোকার আলোয়, হৃদয় ক্যানভাসে তোমার ছবি তোলে ।
তুমি আসবে বলে হে, প্রিয়-
হনুফা বিবির বকুনি খেয়েও মালা গেথেঁছি বকুলের;
তুমি সমুদ্রস্নান করবে বলে
আমি জীবন্ত প্রবাল হয়ে, ছুয়েছি ইনানীর তীর।
তুমি আসবে বলে হে, প্রিয়-
বাসন্তী রংয়ের মোমবাতিতে সাজিয়েছি শূণ্য কুটির
তুমি বৃষ্টিতে ভিজবে বলে
আমার আকাশে মেঘ করেছে,
সুখের অনুরণে চিত্ত হয়েছে বধির।
অতঃপর, কোমল স্পর্শে সম্বিত ফিরে আমার,
তোমার বাহুডোরে আমি,প্যাছানো ডিএনএ’র মতো;
কেটে যায় ভালবাসার দ্বিপ্রহর।





আর্কাইভ