শনিবার ● ৬ মার্চ ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » দুর্যোগের মাত্রা কমনি,সরকারের দক্ষতায় ক্ষতির পরিমান কমেছে–এমপি শাওন।
দুর্যোগের মাত্রা কমনি,সরকারের দক্ষতায় ক্ষতির পরিমান কমেছে–এমপি শাওন।
রফিক সাদী।। ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দুর্যোগের মাত্রা কমেনি, সরকারের দক্ষতা ও আগাম প্রস্তুতির কারনে ক্ষতির পরিমান কমেছে। জনগনের সচেতনতায় দুর্যোগে জান-মাল নিরাপদ রাখা সহজ হয়েছে। শেখ হাসিনার সরকার উপকূলীয় অঞ্চল রক্ষায় বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে।
শনিবার বিকালে তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ মাঠে সিপিপির মাঠ মহড়ায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন।
দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি সিপিপি তজুমদ্দিন এই মাঠ মহড়া আয়োজন করেছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজু, ইউপি চেয়ারম্যান নুরুন্নবী শিকদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন,প্রেসক্লাব সভাপতি রফিক সাদী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিপিপি উপজেলা টিম লিডার মোঃ টুটুল তালুকদার।