শুক্রবার ● ৫ মার্চ ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত
চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির আয়োজনে ৫ই মার্চ পটুয়াখালী জেলার নুরজাহান গার্ডেন শৌলীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে৷
চরফ্যাশন যুব ব্যবসায়ী সমিতির যে কোনো আয়োজন একটু ব্যতিক্রম হয়ে থাকে৷ ঠিক এই বনভোজনেও তা উপলব্ধি করা গেলো৷ সারাদিনের আয়োজনটি রুপ নিয়েছিলো আনন্দের উৎসবে৷ যুব ব্যবসায়ী ও অতিথিবৃন্দ কেউ নদীতে সাঁতার কাটছে, আবার কেউ বনভূমিতে হারিয়ে গেছে অজানা স্থানে৷ কেউবা আপন সুরে গাইছে গান, আবার কেউ ধোয়া-মোছা অথবা রান্না নিয়ে ব্যস্ত৷ আনন্দ আর উচ্ছ্বাসের পর বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজর সদ্য বিদায়ী অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ আহাম্মদ উল্যাহ, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি, সহ-সম্পাদক মাঈনুল ইসলাম মনির, উপজেলা যুবলীগ নেতা মঞ্জুরুল আলম বিপ্লব, ইউছুফ হোসাইন ইমন, শেখ সালাউদ্দিন, আমিনুল ইসলাম সহ চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
জুলকার নাঈম এর উপস্থাপনায় অনুষ্ঠানে
সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুব ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পারভেজ৷ দিন শেষে ক্লান্তি নয়, যেন উদ্যম আর সতেজতা নিয়ে ঘরে ফেরেন যুব ব্যবসায়ী সমিতির সদস্য ও অতিথিবৃন্দ৷