রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » শান্তিপূর্ণভাবে চরফ্যাশন পৌরসভা নির্বাচন সম্পুর্ন-আঃ লীগের মেয়র নির্বাচিত
শান্তিপূর্ণভাবে চরফ্যাশন পৌরসভা নির্বাচন সম্পুর্ন-আঃ লীগের মেয়র নির্বাচিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
বহুল আলোচিত ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে৷ বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এইচ এম মোরশেদ মেয়র নির্বাচিত হয়েছেন৷
পঞ্চম ধাপে রবিবার (২৮ ফেব্রুয়ারী) চরফ্যাশন পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন হই হুল্লোর ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
চরফ্যাশন নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, পৌরসভা ১নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে স্বপন চৌধুরী, ২নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে মোঃ মফিজ, ৩নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে মতিন মোল্লা, ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে আক্তারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে মোঃ গিয়াস উদ্দিন, ৮নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে মোক্তাদি ৯নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে মিজানুর রহমান মনজু সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন৷ এছাড়াও ৬নং ওয়ার্ডে কাজি মনির ও ৭নং ওয়ার্ডে তানভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে ফরিদা পারভীন, ৭,৮,৯ নং ওয়ার্ডে জবাফুল প্রতীক নিয়ে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন৷ এছাড়াও ৪,৫,৬ নং ওয়ার্ডে রেজওয়ানা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন