শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ রোধে অভিযান।
তজুমদ্দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ রোধে অভিযান।
স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিন উপজেলার হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
শনিবার সকালে উপজেলা সদরে কয়েকটি আড়তে তিনি আকস্মিক পরিদর্শন করেন। এসময় কোথাও অস্বাভাবিক মজুত লক্ষ্য করা যায়নি।
নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, ব্যবসায়ী প্রতিনিধিদেরকে অবৈধ মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। উপস্থিত জনগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যেকোন অবৈধ মজুদের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পরামর্শ প্রদান করি। এদিকে যুগপৎভাবে মাস্ক পরিধান না করায় এবং প্রকাশ্যে ধূমপান করায় মোট ৪টি মামলায় ৬ জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।