মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাশন বাজার যুব ব্যসায়ী সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ নতুন এই কমিটিতে মোঃ সাইফুল ইসলাম মিয়াজী সভাপতি ও মোঃ সাদ্দাম হোসেন পারভেজ কে সাধারণ সম্পাদক করা হয়েছে৷ সমিতির সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমপি জ্যকবের প্রতি৷
সোমবার (১৫ ফেব্রুয়ারী) স্থানীয় সংসদ সদস্যের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে৷
চরফ্যাশন বাজার যুব ব্যবসায়ী সমিতির প্রধান পৃষ্ঠপোষক হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ উপদেষ্টা- চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম মনির৷
এছাড়াও সহ-সভাপতি ১৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন, কোষাধক্ষ্য সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম সম্পাদক, আপ্যায়ন বিষয়ক, আইন বিষয়ক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক ক্রিড়া বিষয়ক সম্পাদক ও সাধারণ সদস্যসহ ১০১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়েছে৷
এবিষয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে যুব ব্যবসায়ীদের কে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করা, সমিতির নিয়মকানুন ভিত্তিক পরিকল্পিত জীবন যাপন ও ব্যবসায় সাফল্য অর্জনে সহায়তা করা, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা এবং আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকা৷
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পারভেজ বলেন, আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা একতাবদ্ধভাবে অর্থহীনভাবে কাজ করে যাব৷