শুক্রবার ● ১২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডে পানির বোতল মার্কার আনন্দ মিছিল৷
চরফ্যাশন পৌর ৮নং ওয়ার্ডে পানির বোতল মার্কার আনন্দ মিছিল৷
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
আসন্ন চরফ্যাশন পৌরসভা নির্বাচনে পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশারেফ হোসেন মুন্নার পানির বোতল মার্কার সমর্থনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩টা থেকে পানির বোতল মার্কার মিছিল নিয়ে ঘণ্টাব্যাপী ওয়ার্ডের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন বাজার জনতা রোডের পুর্ব মাথায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় পানির বোতল মার্কার সমর্থনে পৌরসভা ৮নং ওয়ার্ডের রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষের মিছিলে মুখরিত ছিলো পুরো এলাকা৷
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় কাউন্সিলর প্রার্থী মোশারেফ হোসেন মুন্না বলেন, পৌরসভা ৮নং ওয়ার্ডের অবহেলিত, অসহায়, গরিব মানুষের খেদমত করা এবং পৌরসভার সকল সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয় এমন মহতি কাজের জন্য কাউন্সিলর হিসেবে আল্লাহ যেন আমাকে কবুল করেন৷ আমি আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা কখনোই ভুলবো না৷ আমি আশা করি ২৮শে ফেব্রুয়ারী দলমত নির্বিশেষে পানির বোতল মার্কায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন৷