রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » উজিরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতাদের কুপিয়ে জখম।
উজিরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতাদের কুপিয়ে জখম।
জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি।।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী, নারীলোভী, মাদক ব্যবসায়ী, রেজিস্ট্রার কাজী ও তার সহযোগী। এ ব্যাপারে দুই ছাত্রলীগ নেতা পৃথক পৃথক ভাবে উজিরপুর মডেল থানায় ২ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়- মুণ্ডপাশা গ্রামের আলাউদ্দিন মিয়ার পুত্র সন্ত্রাসী আওয়ামীলীগ নামধারী রেজিস্ট্রার কাজী রিয়াজ মিয়া(৩০) ও ওই এলাকার আফজাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী নারীলোভী সন্ত্রাসী মাহফুজ মিয়া(৩৪) বেশ কিছুদিন ধরে মুন্ডপাশা গ্রামে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ওই সন্ত্রাসী কর্মকান্ডর বিরুদ্ধে হারুন মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিঠু(২১) ও আব্দুল মন্নান বেপারীর পুত্র ছাত্রলীগ নেতা তুহিন বেপারী(২৪) বাঁধা দেওয়ায় তাদেরকে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে আহত দুই ছাত্রলীগ নেতা উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত ছাত্রলীগ নেতা আরো জানান- রেজিস্ট্রার কাজী রিয়াজ সন্ত্রাসী কর্মকান্ডই নয় তিনি বাল্য বিবাহ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। বিগত উপজেলা নির্বাচনের সময় নৌকা প্রার্থীর বিরোধিতা করে। তিনি কিভাবে এখনও আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে এরই প্রতিবাদ জানিয়েছিলাম।
অপরদিকে বহু মাদক মামলার আসামী, নারীলোভী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় এর প্রতিবাদ করায় আমাদের উপরে হামলা করেছে। আমরা এই দুই সন্ত্রাসীর বিচারের দাবীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই জাফর ও এসআই রবিউল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তারা জানান- অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।