রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকুল » চরফ্যাসন নীলিমা জ্যাকব কলেজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন
চরফ্যাসন নীলিমা জ্যাকব কলেজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন
আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷
ভোলা চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুলার হাট নীলিমা জ্যাকব কলেজ আজ পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন ও সহকারি পরিচালক খন্দকার মাজাহারুল ইসলাম। এসময় কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন৷ প্রায় ২ ঘন্টা সময়ে পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন পরিদর্শক টিম৷
রবিবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টায় এ পরিদর্শন শুরু করে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন৷ পরে সরকার নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার পদ্ধতি সম্পর্কে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন৷ পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা শেষে পরিদর্শন খাতায় সন্তোষ প্রকাশ করে কলেজের সার্বিক মঙ্গল কামনা করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন৷
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক-কর্মচারি, শিক্ষানুরাগী, ম্যানেজিং কমিটির সদস্য সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ৷
মতবিনিময় সভায় চরফ্যাশন নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র অতিথিকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন৷ পরিশেষে কলেজের অধ্যক্ষ পরিদর্শনে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷