রবিবার ● ৩ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » মহামারী করোনায় ডাক্তারদের সেভ গার্ড উপাধিতে ভূষিত করলেন এম পি শাহে আলম
মহামারী করোনায় ডাক্তারদের সেভ গার্ড উপাধিতে ভূষিত করলেন এম পি শাহে আলম
হোসেন,বানারীপাড়া।।
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনার মহামারী এ দুর্যোগের সময় চিকিৎসকরা জীবনবাজি রেখে সেভ গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি বলেন বৈশ্বিক এ মহামারী মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।রোববার সকালে বরিশালের বানারীপাড়ায় হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম কবির হাসান, ওসি শিশির কুমার পাল, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপাল শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই,মাস্ক,হ্যান্ড গ্লাভস ও সাবান সহ বিভিন্ন সামগ্রী এমপির মাধ্যমে প্রদান করেন