বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে রজনী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে রজনী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
তজুমদ্দিন প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে দ্বীপবন্ধু ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে রজনী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০-২০২১ উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এই টুর্নামেন্টে ২৮ টি দল অংশগ্রহণ করে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বি.এ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক একে.এম শহিদুল্লাহ কিরণ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাশেম মহাজন, ইউপি সদস্য নুর হাফেজ, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মিজান পোদ্দার, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমুখ।
টেলিকনফারেন্সে এমপি শাওন বলেন, খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে মাদক, ইভটিজিং সহ সামাজিক অপরাধ ও অনৈতিক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে হবে। এজন্য অভিভাবক ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।