রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » শিক্ষা » এরশাদ সোহেলের কবিতা তুমি পুস্পিত হৃদয়ের মারনাস্ত্র
এরশাদ সোহেলের কবিতা তুমি পুস্পিত হৃদয়ের মারনাস্ত্র
তুমি শৈলবিনীর তীরে শুভ্র শিলারুপী,
তুমি লাখো হৃদয়ের নন্দিত নারী,
তুমি স্মৃতির দহন কাব্যের উচ্ছল নন্দিনী,
তুমি শিশিরস্নাত ভোরের পুস্পদগোম
তুমি ধরিত্রীর বুকে নৈসর্গিক ঐশ্বর্য্য।
অতঃপর………….
আমার কাছে!
তুমি লক্ষ যুবার পুস্পিত হৃদয়ের মারনাস্ত্র।